ফেব্রিকস কত প্রকার কি কি?

ফেব্রিকস কত প্রকার কি কি? 

ফেব্রিকস সাধারণত দুই ধরনের হয়ে থাকে 
কটন বা সুতি ও ন্যকড়া

কটন টানলে বড় হয় আবার ছেড়ে দিলে আগের আবস্থাতে আসে তবে লুস থাকে। 

ন্যাকড়া এটা বেশি টানা যাবে, টানলে বড় হবে আবার ছেড়ে দিলে আগের আবস্থাতে আসেবে।

Single jersey cotton
গ্রিন নাইন গুলো এক বারে সোজা থাকে।

Slab jersey
গ্রিন নাইন গুলো এক বারে সোজা থাকে কিন্তু মাঝখানে দাগ টানা ভাব থাকে।

Yarn dyed fabrics
যে ফেব্রিকে ( ইস্ট্রেপ টাইপের ) আলাদা কালারের সুতা দিয়া থাকে।

Pique fabrics
সাধারণত পোলো শাটে যেট ব্যবহার করা হয়, এতে কোনো গ্রিন লাইন নেই, এটা সাধারণত মউমাছির চাকের মতো ছয় কোনা দেখতে। 

1 . 1 cotton rib

এটা single jersey cotton এর গ্রিনলাইন থেকে মোটা হয়।

2 . 2 cotton rib

এটা 1 . 1 cotton rib এর গ্রিনলাইন থেকে মোটা হয়।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গার্মেন্টস কোয়ালিটি চাকরির ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় ??

ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি

বাটন কত প্রকার ও কি কি ?