কেয়ার লেবেল কি? গার্মেন্টসে কেয়ার লেবেল কেন ব্যবহার করা হয়ঃ

কেয়ার লেবেল কি? গার্মেন্টসে কেয়ার লেবেল কেন ব্যবহার করা হয়ঃ

  
পোশাকটিকে সঠিক ভাবে যত্ন নিয়ে তাকে দীর্ঘস্থায়ী করা কেয়ার লেবেলের মূল লক্ষ্য,
কেয়ার লেবেলের গায়ে যে যে চিহ্ন দেয়া থাকে সেগুলো এক একটি বিভিন্ন কাজ বোঝায়...

এখন আসি আমাদের দেশের বাজারের পোশাক গুলোতে কেয়ার লেবেল তেমন একটা দেখতে পাওয়া যায়না কেন, আসলে বিশ্বে পোশাক প্রস্তুতকারী দেশগুলোর মধ্য বাংলাদেশ ওনেকটা নাম অর্জন করেছে.. এবং বাংলাদেশে তৈরিকৃত পেশাকের চাহিদা অন্যান্য দেশগুলোতে অনেক বেশি, তবে আমরা এ দেশে বাস করেও ভালো মানের পোশাক ব্যাবহার করতে পারিনা,কারণ আমাদের পোশাক কারখানা গুলোতে যেসব পোশাক তৈরি করা হয়ে থাকে তার সিংহভাগই বাইরের দেশের বায়ার এর অর্ডার করা হয়ে থাকে,যার ফলে উন্নত মানের পোশাক(QC PASS) গুলো আমরা চোখেই দেখিনা... আমরা বাজার থেকে যে পোশাক গুলো  দাম দিয়ে ভালো মনে করে ক্রয় করি আসলে সেগুলো QC Fail,একটা QC PASS পোশাকের মূল্য অনেক বেশি হয়ে থাকে।

লক্ষ করে দেখবেন আপনি বাজার থেকে একটা পোলো সার্ট (কলার জয়েন্ট গেঞ্জি)কিনলে সেটিতে কেয়ার লেবেল জয়েন্ট করা থাকবে না,আর থাকলেও সেটিতে QC PASS ষ্টিকার লাগানো থাকবে না ! (উপরের ছবিতে কেয়ার লেবেল QC PASS সহ দেখানো হয়েছে)আমরা বাজার থেকে ২৫০/৩০০ টাকা দিয়ে যে পোলো সার্ট এবং ১৫০/২০০ টাকা দিয়ে যে টি-সার্ট গুলো ক্রয় করি এগুলো সব QC fail; আর এসব পোশাকে কোথাও না কোথাও ডিফেক্ট থাকবেই, গার্মেন্টস এ তৈরিকৃত পোশাকে অতি সামান্য সমস্যা থাকলেও সেটি বায়ার নিতে চাই না, আপনারা যারা পোশাকের ডিফেক্ট বোঝেননা তারা দেখতে পাবেননা....

বিশেষ ভাবে আপনারা যারা টেক্সটাইল নিয়ে পড়াশুনা করছেন এবং টেক্সটাইলে চাকরী করছেন তাদেরকে বলছি, তৈরি পোশাক সম্পর্কে পুরোপুরিভাবে ধারণা নিন এবং দেখে শুনে ভালো মানের পোশাক ব্যাবহার করুন।

লেখক : MD Tushar Imran
EMAIL : ojtushar05@gmail.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি

বাটন কত প্রকার ও কি কি ?

Assort কতপ্রকার কি কি ?