Assort কতপ্রকার কি কি ?

 Assort কতপ্রকার কি কি ?







Ratio / Assort কি

Ratio এবাং Assort গারমেন্সের পাকিং বা ফিনিশিং সেকশনে বায়ারের রিকয়েরমেন্ট আনুসারে করা হয়।

Ratio কি

Ratio বলতে বুঝায় আনুপাত বা ধারাবাহিকতা কে পোষাকের সংখা কালার ও সাইজ থাকে সে অনুজাই সাজানোকে বুঝায় ।

Assort কি

কালার ও সাইজ অনুসারে বিভিন্ন ভাবে সাজানকে Assort বলে যে এইগুলো করে তাকে এসোট ম্যান বলে এগুলো পাকিং বা ফিনিশিং সেকশনে করা হয়।

 

Assort চার ভাগে ভাগ করা হয়

1.      Solid Color Solid Size

2.      Assort Color Assort Size

3.      Solid Color Assort Size

4.      Assort Color Solid Size

 

Solid Color Solid Size একটি কাটুনে এক কালার ও এক সাইজ থাকে।

Assort Color Assort Size ভিন্ন কালার ভিন্ন সাইজ থাকে।

Solid Color Assort Size এক কালার ও ভিন্ন সাইজ থাকে।

Assort Color Solid Size ভিন্ন কালার এক সাইজ থাকে



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি

বাটন কত প্রকার ও কি কি ?