ইন্টারভিউতে যে ভুল করলে আপনার গার্মেন্টসে চাকরি হবে না ❌❌ চলুন দেখি ভুল গুলো কি

ইন্টারভিউতে  যে ভুল করলে আপনার গার্মেন্টসে  চাকরি হবে না ❌❌ চলুন দেখি ভুল গুলো কি 

যে ভুল গুলো করলে আপনার চাকরি হবে না

 

চাকরী নিতে যখন গার্মেন্টসের গেটে যাবেন তখন এত ব্যপার গুলো খেয়াল রাখবেন আসাকরি উপকার হবে ❤❤

, পরিষ্কার পরিছন্ন হয় যাবেন। চুল ছোট করে কেটে যাবেন, কিছু কিছু ফ্যাক্টরি আছে গেঞ্জি পরে গেলে চাকরি হয় না , পারলে শাট পরে যাবেন। এক কথায় সুন্দর ভদ্র ইস্মাট হয়ে যাবেন। 

,আপনার ছবি, সিভি, চেয়ারম্যন সারটিফিকেট, জন্ম সনদ, ভোটার আইডি, ইস্কুল কলেজের সারটিফিকেট এগুলো সব সাথে নিয়ে যাবেন আর খেয়াল রাখবেন এতে যেন বানান ভুল নাথাকে।

, মিনিমাম ১০ মিনিট আগে গেটের সামনে যাবেন কক্ষনো গেট থেকে দূরে থাকবেন না বা বন্ধুদের সাথে গল্পে লিপ্ত থাকবেন না কারন আপনি অন্য দিকে খেয়াল থাকলে এদিকে লোকনেয়া শেষ হয়ে যেতেপারে। সিভিতে দেয়া নাম্বারে কল দিতে পারে তাই মোবাইল সাইলেন্ট রাখবেন না 

, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে কোথায় কতদিন চাকরি করেছেন আপরা অভিজ্ঞতা যদি কম তয় তাহলে মিনিমাম দুই বছর এর নিচে বলা ঠিক হবেনা তবে বেশি চাপা দেয়া ঠিক হবে না। 

কথা বলার সময় গুছিয়ে স্পট সুদ্ধ ভাষায় বলবেন।

, যদি বলে আগের অফিসের চাকরি ছাড়লেন কেন?  তাহলে আগের অফিসের বদনাম না করে বলবেন আপনাদের অফিসের সুযগ সুভিধা সুনাম অনেক ভালো তাই চাকরি নেয়ার জন্য আসলাম (যাকে বলে হাল্কা হাওয়া দেয়া)

( ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি বিস্তারিত এই লিংকে দেখুন )

, যদি বলে এই অফিসে গতকাল আগে কি ইন্টারভিউ দিয়েছেন? আগে যদি ইন্টাভিউ দিয়েও থাকে তাহলে ক্ষখনো বলবেন না বলবেন আজ প্রথম আসলাম কারন আগে যাদেন ইন্টারভিউ নেয়া হয় তাদের সাধারণত নেক্সে আর নেয়া হয় না।

, যদি বলে কতো দিন অগে চাকরি ছাড়ছেন? আপনি যদি অনেক আগে যেমন বা বছর আগে চাকরি ছাড়েন তাহলেও বলবেন যে এক মাস আগে ছেড়েছি। যারা চাকরি ছেড়ে গ্রামে চলেযান আবার দুই বাঁ তিন বছর পরে চাকরির জন্য আসেন এটা তাদের জন্য 

, যদি বলে আপনি কি রানিং স্টুডেন্ট ? তাহলে একথা ভুলেও বলবেন না  কারণ কিছু ফ্যাক্টরি স্টুডেন্টদের চাকরি দেই না তবে কমপ্লেক্স ফ্যাক্টরিতে স্টুডেন্টদের অনেক সুভিধা দিয়ে থাকে।

, যদি বলে বিয়ে করেছেন ? তাহলে বলবেন করেছি এবং ওয়াইফ এখানেই থাকে একথার কারন হল যারা বিয়ে করেনি তারা সধিকাংশ প্রেম করে বেড়াই কাজে মোন বসে না আর যাদের বোউ কাছে নেই তাদের বার বার ছুটির দরকার হয়।

১০, যদি লিখিত বা ভাইবা পরীক্ষা হয় তাহলে এই টাইমে মোবাইলে হাত দিবেন না মাথা ঠান্ড করে লিখবেন

 

ইন্টার ভিউতে কি কি প্রশ্ন করে তা জানতে নিচের লিংকে ক্লিক করেন


My Facebook Id Link 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি

বাটন কত প্রকার ও কি কি ?

Assort কতপ্রকার কি কি ?