প্রশ্ন :পকেট ও কলার কত প্রকার ও কি কি ? ?
পকেট কত প্রকার ও কি কি?
Answer :
পকেট বিভিন্ন প্রকার হয়ে থাকে তার মধ্য উল্লেখযোগ্য ৫ প্রকার পকেট সম্পর্কে জেনে নিন।
 প্লেইন পকেট (plain pocket)
প্লেইন পকেট (plain pocket) রাউন্ড পকেট (Round pocket)
রাউন্ড পকেট (Round pocket) স্কয়ার পকেট (square pocket)
স্কয়ার পকেট (square pocket) নোছ পকেট (nose pocket)
নোছ পকেট (nose pocket) বোন পকেট ( bon pocket)
বোন পকেট ( bon pocket)বিবরণ জেনে নিনঃ
 প্লেইন পকেটঃ এই পকেটের দৈর্ঘ্য প্রস্থের সমান রাখিয়া সামান্য সরু হইয়া নিচে নামিয়া মিলিত হয়,ইহাকে প্লেইন পকেট বলে।
প্লেইন পকেটঃ এই পকেটের দৈর্ঘ্য প্রস্থের সমান রাখিয়া সামান্য সরু হইয়া নিচে নামিয়া মিলিত হয়,ইহাকে প্লেইন পকেট বলে। রাউন্ড পকেটঃ এই পকেট প্রস্থ্যর চেয়ে দৈর্ঘ্য বড় এবং দৈর্ঘ্যর নিচের থেকে রাউন্ড থাকে, তাহাকে রাউন্ড পকেট বলে।
রাউন্ড পকেটঃ এই পকেট প্রস্থ্যর চেয়ে দৈর্ঘ্য বড় এবং দৈর্ঘ্যর নিচের থেকে রাউন্ড থাকে, তাহাকে রাউন্ড পকেট বলে। স্কয়ার পকেটঃ স্কয়ার বলতে বোঝায় চারিদিকে সমান। স্কয়ার পকেটের দৈর্ঘ্য ও প্রস্থ সমান তাই এই জাতীয় পকেট কে স্কয়ার পকেট বলে।
স্কয়ার পকেটঃ স্কয়ার বলতে বোঝায় চারিদিকে সমান। স্কয়ার পকেটের দৈর্ঘ্য ও প্রস্থ সমান তাই এই জাতীয় পকেট কে স্কয়ার পকেট বলে। নোছ পকেটঃ ইহা দেখতে স্কয়ার পকেটের মত তবে ইহার দৈর্ঘ্যর শেষ প্রান্তের দুই সাইড আড়া আড়িভাবে কাটা বা ভাজ করে সেলাই করা হয়। তাই যে পকেট আড়াআড়ি ভাবে কেটে বা ভাজ করে সেলাই করা হয় তাহাকে নোছ পকেট বলে।
নোছ পকেটঃ ইহা দেখতে স্কয়ার পকেটের মত তবে ইহার দৈর্ঘ্যর শেষ প্রান্তের দুই সাইড আড়া আড়িভাবে কাটা বা ভাজ করে সেলাই করা হয়। তাই যে পকেট আড়াআড়ি ভাবে কেটে বা ভাজ করে সেলাই করা হয় তাহাকে নোছ পকেট বলে। বণ পকেটঃ এ জাতীয় পকেটের খোলা মুখ বাহিরে থাকে এবং পকেটের সেভ ভিতরে থাকে। যে পকেটের খোলা মুখ বাহিরে থাকে এবং পকেটের সেভ ভিতরে থাকে তাহাকে বণ পকেট বলে।
বণ পকেটঃ এ জাতীয় পকেটের খোলা মুখ বাহিরে থাকে এবং পকেটের সেভ ভিতরে থাকে। যে পকেটের খোলা মুখ বাহিরে থাকে এবং পকেটের সেভ ভিতরে থাকে তাহাকে বণ পকেট বলে।# উপরোউল্লেখিত পকেট ছাড়া ও আরো পকেট আছে, যেমনঃ
 ঘড়ি পকেট(watch pocket)
ঘড়ি পকেট(watch pocket) আর্মহল পকেট(armhole pocket)
আর্মহল পকেট(armhole pocket) সাইড সেম পকেট(side seam pocket)
সাইড সেম পকেট(side seam pocket) পটি বা তালি পকেট(potti & tali pocket)
পটি বা তালি পকেট(potti & tali pocket) ক্রস পকেট(cross pocket)
ক্রস পকেট(cross pocket)
.png) 
 
 
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন