Sample কত প্রকার ও কি কি ?

 

Sample কত প্রকার ও কি কি?


Sample বা নমুনা কি?

sample স্যাম্পল অর্থ নমুনা। পোশাকশিল্পে ও যখন পোশাক উৎপাদন করা হয় তখন তা একটা নমুনা পোশাককে অনুসরণ করে এবং চেষ্টা করা হয় পুরোপুরি একই রকম তৈরি করতে যদিও পোশাকশিল্পে শতকরা একশত ভাগ নমুনার মত করে পোশাক তৈরি করা সম্ভব হয় না। কারণ এখানে বেশিভাগ কাজেই হাতে করতে হয়। 


স্যাম্পল বা নমুনা কাকে বলে?

একটি আইটেম দেখে যদি ঠিক একই রকম আর একটি আইটেম তৈরি করা যায় তাহলে তাকে নমুনা বা স্যাম্পল বলা হয়।


নমুনা পোশাক বলে?

পোশাকশিল্পে যেকোন ডিজাইনের পোশাক ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন করা হয়। ফলে প্রতিটি স্টাইলের জন্য হাজার হাজার পোশাক একেবারে তৈরি করা হয়। প্রতিটি স্টাইলের উৎপাদনের পূর্বে উক্ত স্টাইলের একটি নমুনা তৈরি করা হয় যাকে নমুনা পোশাক বলে। উভয় পক্ষের অর্থাৎ উৎপাদনকারী ও ক্রেতার শর্ত ও স্বার্থ সংরক্ষণের জন্য অধিকহারে উৎপাদনের পূর্বেই নমুনা পোশাকটি ক্রেতা কর্তৃক অনুমোদন করে নেওয়া হয়। 


নমুনা পোশাক তৈরির ফ্লোচার্টঃ


  • পোশাকের ডিজাইন/ছবি - হাত দ্বারা/কম্পিউটার 

  • মূল ব্লক

  • কার্যোপযোগী প্যাটার্ন- হাত দ্বারা/কম্পিউটার 

  • নমুনা পোশাক- হাত দ্বারা

  • উৎপাদনের সমস্যা 

  • মূল্য হিসাব

  • অনুমোদিত- বিক্রয় প্রতিনিধি

  • প্রোডাকশন প্যাটার্ন- হাত দ্বারা/কম্পিউটার 



নমুনা বা স্যাম্পল কত প্রকার?

পোশাক শিল্পে যেসব স্যাম্পল বা নমুনা পাওয়া যায় যেমনঃ

  • কাউন্টার স্যাম্পল (Counter Simple) 

  • অ্যাপ্রুভাল স্যাম্পল (Approval Sample)

  • সাইজ সেট স্যাম্পল (Size Set Sample)

  • ফটো এডভারটাইজিং স্যাম্পল (Photo Advertising Sample)

  • সেলসম্যান স্যাম্পল (Salesman Sample)

  • পিপি স্যাম্পল (PP Sample) 

  • প্রোটো স্যাম্পল (Proto Sample)

  • প্রোডাকশন স্যাম্পল (Production Sample)

  • সাইজ সেট স্যাম্পল (Size Set Sample)

  • শিপমেন্ট স্যাম্পল (Shipment Sample)

  • জিটিপি স্যাম্পল (GTP Sample)

  • ফিট স্যাম্পল (Fit Sample)


কাউন্টার স্যাম্পল (Counter Simple) কি?

বায়ারের নিকট থেকে পাওয়া স্পেসিফিকেশন অনুযায়ী বায়ারের দেওয়া এক্সেসরিজ দিয়ে পোশাক তৈরি করতে হবে। এতে করে কাউন্টার স্যাম্পল দেখে বায়ার বুঝতে পারবে যে বায়ার যে নমুনা দিয়েছে ঠিক সেরকম করে গার্মেন্টস পোশাক তৈরি করা হচ্ছে।

কাউন্টার স্যাম্পলে ক্রেতা কাপড় থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র ঠিক আছে কিনা তা ভালভাবে যাচাই করে থাকেন। ক্রেতা যদি মনে করেন তিনি যা চেয়েছিলেন তা পাবেন, তাহলে তিনি বাজারে বিক্রি করার উদ্দেশ্যে উৎপাদন করার অনুমতি দিয়ে থাকেন। 


অ্যাপ্রুভাল স্যাম্পল (Approval Sample) কি?

একজন ক্রেতা কোন জিনিস ক্রয় করার পূর্বে প্রাথমিক অবস্থায় যে স্যাম্পল বা নমুনা তৈরি করতে বলে তাকে অ্যাভুভাল স্যাম্পল বলা হয় । পোশাক শিল্পে অ্যাপ্রুভাল স্যাম্পলের ক্ষেত্রে ক্রেতা শুধু জানতে বা বুঝতে চায় তৈরি করা জিনিসটি ঠিক ভাবে তৈরি করতে পারছে কিনা।

তাই এক্ষেত্রে স্যাম্পলটি তৈরি করার জন্য সঠিক মালামাল না হলেও চলে। তবে পোশাকের স্যাম্পলটি তার সঠিক মাপ ও সেলাইয়ের গুণগত মান ঠিক রেখে সুন্দরভাবে তৈরি করতে হয় যাতে করে ক্রেতা দেখে পছন্দ করে এবং ক্রয় করতে চায়।


সাইজ সেট স্যাম্পল (Size Set Sample) কি?

বায়ার পোশাক তৈরি করার পূর্বে পোশাকের নির্দিষ্ট সাইজ দিয়ে থাকে। এই সাইজের বিঘ্ন যেন না ঘটে তাই সাইজ স্যাম্পল বায়ারের নিকট পাঠিয়ে বায়ারের অনুমোদন নেওয়ার জন্য পাঠানো হয়।


ফটো এডভারটাইজিং স্যাম্পল (Photo Advertising Sample) কি?

ফটোশুট ( photo shoot ) করার জন্য যে স্যাম্পল গুলো করা হয় তাকে ফটো স্যাম্পল বলে।

এই স্যাম্পল দিয়ে বায়ার বিভিন্ন মডেল, তারকাদের দিয়ে ফটোশুট করিয়ে থাকেন। কারণ হল বাজারে বা মার্কেটে নতুন কোন ডিজাইনের পোশাক আসলে ওই পোশাকের ফটো স্যাম্পল নিয়ে বায়ারদের নিজস্ব ওয়েবসাইটে প্রমোট করার জন্য দিয়ে থাকে।

ফটো স্যাম্পল গুলো সাধারণত নতুন কোন ডিজাইন বাজারে আসলে তা প্রমোট করার জন্য নেওয়া হয়।


সেলসম্যান স্যাম্পল (Salesman Sample) কি?

সেলসম্যান স্যাম্পল গুলো কে কাউন্টার স্যাম্পল এর মতোই তৈরি করা হয়ে থাকে,  সাধারণতো ক্রেতারা যে সব স্টোরে বা দোকানে মাল বা আইটেম বিক্রি করে থাকেন। 

সে সকল স্টোরে এক এর অধিক কয়েক পিস তৈরিকৃত স্যাম্পল নমুনা হিসেবে দিয়ে থাকেন এবং ঐ পাবলিক স্টোরে ডিসপ্লে করার মাধ্যমে ক্রেতা সমূহ কে জানান দেওয়ার প্রয়োজনে, যে বর্তমান সময়ে স্টোরে এই আইটেমের পোষাক বাজারে পাঠানো হচ্ছে । 


পিপি স্যাম্পল (PP Sample) কি?

পি পি স্যাম্পল মানে হচ্ছে প্রি-প্রোডাকশন স্যাম্পল ( pre-production sample ) যে সিম্পল চূড়ান্তভাবে প্রোডাকশনের জন্য তৈরি করা হয়ে থাকে তাকে পিপি স্যাম্পল বলা হয়। যেহেতু এই স্যাম্পল দিয়ে প্রোডাকশনের কাজ শুরু হবে তাই বায়ারের চাহিদা অনুযায়ী সব অ্যাক্সেসরিজ দিয়েই স্যাম্পলটি খুব ভালোভাবে তৈরি করা হয়।


প্রোটো স্যাম্পল (Proto Sample) কি? 

কোনো পোশাক ক্রয় করার পূর্বে প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম প্রোটো স্যাম্পল চেক করেতে হয়।

তাছাড়া পোশাকশিল্পে প্রোটো স্যাম্পলের ক্ষেত্রে বায়ার শুধু জানতে চায় প্রোডাকশন হাউজ পোশাকটি ঠিক মতো তৈরি করতে পারছে কিনা। তবে পোষাকের স্যাম্পল টির সঠিক মেজারমেন্ট ও সুইং এর গুণগত মান ঠিক রেখে তৈরি করতে হয়। যাতে করে বায়ার স্যাম্পল টি দেখে পছন্দ করে।


প্রোডাকশন স্যাম্পল (Production Sample) কি?

বায়ার থেকে নেওয়া অর্ডার প্রোডাকশন চলাকালীন সময়ে কিছু পোশাক সংগ্রহ করেন। তাই আর তার মাধ্যমে বুঝতে পারেন যে তার দেয়া অর্ডার দেয়া পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা।


সাইজ সেট স্যাম্পল (Size Set Sample) কি?

এই স্যাম্পল পিপি স্যাম্পল এপ্রুভ হওয়ার পরে এবং বাল্ক কাটিং শুরু হওয়ার আগে বানানো হয়। সব সাইজের মেজারমেন্ট ঠিক আছে কিনা তার জন্য আলাদা আলাদা করে স্যাম্পল তৈরি করতে হবে। তারপরে মেজারমেন্ট এবং প্যাটার্ন সাইজ সঠিকভাবে যেন হয় তাই এই স্যাম্পল তৈরি করা হয়।


শিপমেন্ট স্যাম্পল (Shipment Sample) কি?

বায়ার থেকে নেওয়া অর্ডার এর প্রোডাকশন শেষ হলে, প্যাকিং করে শিপমেন্ট করা হয়। এই শিপমেন্ট করার সময় বায়ারকে কিছু স্যাম্পল পাঠাতে হয়। এতে করে বায়ার বুঝতে পারে যে কি ধরনের পোশাক শিপমেন্ট হয়েছে।


জিটিপি স্যাম্পল (GTP Sample) কি?

GTP sample মানে গার্মেন্টস প্যাকেট স্যাম্পল যেগুলো বায়ারের অর্ডার মেনে শিপমেন্ট করার আগে ইন্টার্নেশনাল থার্ড পার্টি টেস্টিং ল্যাব এ বাল্ক প্রোডাকশন থেকে স্যাম্পল নিয়ে সেগুলো চেক করতে হয়। পোশাক শিপমেন্ট হবে তা আসলেই ফিজিক্যাল স্থেংথ,কালার ফিক্স, কেমিক্যাল বিহেভিয়ার, সেফটি এবং যে দেশে শিপমেন্ট হবে সে দেশের ‘ল’ এবং বায়ারের প্যারামিটার অনুযায়ী সব কিছু ঠিক আছে নাকি তা চেক করাকেই জিটিপি স্যাম্পল বলা হয়।


ফিট স্যাম্পল (Fit Sample) কি?

এই স্যাম্পল এর কাজ গুলো হলো ফিট অ্যাপ্রুভাল নেওয়া।

অর্থাৎ, পোশাকটি সঠিক এবং ফিট মেজারমেন্ট টেপ বানানো হয়েছে কিনা তা চেক করা। একই স্টাইলে অনেকগুলো সাইজ থাকে তাই সব সাইজের জন্য ফিট স্যাম্পল বানাতে হয় না। 

এক্ষেত্রে নির্দিষ্ট করে একটি অথবা দুইটি সাইজের স্যাম্পল বানিয়ে বায়ারের কাছ থেকে এ অ্যাপ্রুভাল নিতে হয়। অ্যাপ্রুভাল হয়ে গেলে সেই অনুযায়ী বাকি প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়।

পরিশেষে একথা বলা যায় যে টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে নমুনা বা স্যাম্পল খুবেই গুরুত্বপূর্ণ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গার্মেন্টস কোয়ালিটি চাকরির ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় ??

ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি

বাটন কত প্রকার ও কি কি ?