অফি‌সে ভাল কর্মী‌দের যন্ত্রনা


 অফি‌সে ভাল কর্মী‌দের যন্ত্রনা

১: ক‌ঠিন কাজটা তা‌কেই কর‌তে হ‌বে, কারণ অন্য কেউ কর‌তে পা‌রে না.
২: সহজ কাজটা তা‌কেই কর‌তে হ‌বে কারণ সহজ কাজতো অন্য কাউকে দেওয়ার দরকার কি!
৩: দ্রুত সা‌র্ভিসটা তা‌কেই দি‌তে হ‌বে কারণ অন্য কাউ‌কে দি‌লে দে‌রি হ‌য়ে যা‌বে.
৪: ব্যা‌ক্তিগত প‌রি‌চিত তাই সার্ভিসটা তা‌কেই দি‌তে হ‌বে কারণ অন্য ডে‌স্কে আবার কেন যা‌বে.
৫: নি‌জের কাজ শেষ ক‌রে সবার আগে বাসায় যাওয়া যা‌বেনা কারণ অন্য‌দের কাজ এখনও শেষ হয়‌নি.
৬: অমুক কর‌লে ভুল কর‌তে পারে তাই কাজটা তা‌কেই কর‌তে হ‌বে যা‌তে ভুল না হয়.
৭:বে‌শি বে‌শি কাজ করার পরও কিছু সময় ব‌সে থাক‌লে শুন‌তে হবে এখনতো কাজ ক‌মে ‌গে‌ছে.
৮:জরুরী প্র‌য়োজ‌নে ছু‌টি দরকার কিন্তু নেওয়া যা‌বে না কারণ তার Desk টা কে সামলা‌বে.
৯: অ‌নেক কাজের চা‌পে এক‌টি কাজ না কর‌তে চাই‌লে শুন‌তে হবে কাজ দি‌লে কর‌তে চায়না.
১০: ক‌ঠিন কাজ কৌশ‌লে দ্রুত ক‌রে দি‌লে শুন‌তে হ‌বে কাজটি যথাযত হয়‌নি ম‌নে হয়.
১১:অসংখ্য কাজ নির্ভুল কর‌লেও এক‌দিন একটা ভুল ক‌রলে সক‌লের সমা‌লোচনা শুন‌তে হয়.
১২: বি‌শেষ কাজ সাম‌নে আস‌লে ভাগ করার সময় তা‌কে সমান সমান অথবা কিছু কাজ বে‌শি দেওয়া হয় কারণ সে ভাল পা‌রে‌তো
১৩: তার Desk এ বে‌শি কাজ থাক‌লে আম‌লে নেওয়া হয় না. কিন্তু তা‌কে প্র‌য়োজ‌নে অন্য Desk এ দি‌লে তার কাজগ‌ু‌লি অসংখ্য Desk এ ভাগ ক‌রে দেওয়‌া হয়.
১৪:কোন ধর‌ণের ভাল সু‌যোগ আস‌লে তা‌কে দেওয়া হয় না কারণ প্র‌তিষ্ঠানের সু‌বিধা বে‌শি দেখ‌তে হ‌বে‌তো.
১৫: ACR দেওয়ার সময় বে‌শি দেওয়া যা‌বেনা, ইনসাফ কর‌তে হ‌বে‌তো কারণ সবাইতো কাজ ক‌রে.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গার্মেন্টস কোয়ালিটি চাকরির ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় ??

ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি

বাটন কত প্রকার ও কি কি ?