শার্টের কলার কত প্রকার ও কি কি ?
শার্টের কলার কত প্রকার এবং কি কি ?
শার্টের কলার ৩ প্রকারঃ
১। ওয়ান পিচ ব্যান্ড কলার (one piece band collar)
২। টু পিচ ব্যান্ড কলার (two piece band collar)
৩। ওপেন কলার বা রাউন্ড কলার (open collar)
১। ওয়ান পিচ ব্যান্ড কলার (one piece band collar) কি?
যে কলার ব্যান্ড ও কলার একটি কাপড় দ্বারা তৈরী কিন্তু ব্যান্ড ও কলার আলাদা কোন কাপড় দ্বারা তৈরি নয়, তাকে ওয়ান পিচ কলার বলে।
০২) টু পিচ ব্যান্ড কলার (two piece band collar) কি?
যে কলারে ব্যান্ড ও কলার আলাদা কাপড় দ্বারা তৈরী,তাহাকে একসাথে জয়েন্ট করাকেই, টু পিচ ব্যান্ড কলার বলে।
০৩) ওপেন কালার বা রাউন্ড কলার(open collar) কি?
অনেক সময় দেখা যায় ব্যান্ড ছাড়া শুধু কলার সোল্ডারে বিছানো থাকে,এবং ফ্রন্ট সাইডেও বিছানো থাকে,ইহাকে ব্যান্ড কলার বলে। আবার ইহা ব্যান্ড ছাড়া কলার এবং কলার ছাড়া ব্যান্ড ও হতে পারে
ইন্টারভিউতে যে ভুল করলে আপনার চাকরি হবে না, চলুন দেখি ভুল গুলো কি কি
ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি ??
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন