লেভেল কত প্রকার কি কি?

লেভেল কত প্রকার কি কি? 





বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ রুপেই টিকে রয়েছে গার্মেন্টস শিল্পের উপর।  রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে গার্মেন্টস শিল্প থেকে। গার্মেন্টসের প্রধান কাজ হচ্ছে ফেব্রিককে কাটিং ও সুয়িং এর মাধ্যেমে গার্মেন্টসে রুপ দেয়া। এসব গার্মেন্টসকে প্যাকিং করে সংখ্যা অনুসারে  বিদেশে রপ্তানি করে থাকে। আমরা মার্কেট থেকে যখন কোন পোশাক ক্রয় করি, তখন পোশাকের গায়ে বিভিন্ন ধরনের লেবেল দেখতে পায়, কিন্তু কোনটি কোন লেভেল তা সবাই বলতে পারি না। তাই আজকে আমরা বিভিন্ন ধরনের লেবেল সম্পর্কে জানব।

লেবেল প্রধানত দুই প্রকার। যথাঃ


১.মেইন লেবেল
২. সাব লেবেল

সাব লেবেলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়।
যেমনঃ


১. সাইজ লেবেল
২. কেয়ার লেবেল
৩. কম্পোজ লেবেল
৪. প্রাইজ লেবেল

মেইন লেবেলঃ যে লেবেলে সাধারণত প্রতিষ্ঠানের নাম বা নিজস্ব  নাম বড় করে লেখা থাকে, তাকে মেইন লেবেল বলা হয়।


সাইজ লেভেলঃ যে লেভেলে পোশাকের সাইজ লিখা থাকে তাকে সাইজ লেবেল বলে ।
যেমনঃ S, M, L, LL, XL, 32, 34, 36 ইত্যাদি ধরনের লেখা থাকে।


কেয়ার লেবেলঃ এই লেবেলে পোশাকের গুণাগুণ এবং ব্যবহার সম্বন্ধে লেখা থাকে।

কম্পোজ  লেবেলঃ এই লেবেল সংযুক্ত অবস্থায় থাকে তাই একে কম্পোজ লেবেল বলে। যেমনঃ মেইন লেবেল , কেয়ার ও সাইজ লেবেল একটি মাত্র লেবেলেই থাকে।

প্রাইজ লেবেলঃ এই জাতীয় লেবেল সাধারণত পোশাকের মুল্য কত শুধু সেইটাই লেখা থাকে।

এর পরেও বায়ারের নিজস্ব অন্য কোনো লেবেল থাকতে পারে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডিফেক্ট বা অল্টার কাকে বলে কত প্রকার ও কি কি

বাটন কত প্রকার ও কি কি ?

Assort কতপ্রকার কি কি ?